উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়ছেন অধ্যায়ণরত বিদেশি শিক্ষার্থীরা
দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৪৩৫ জন শিক্ষার্থী- আপলোড টাইম : ১২:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
- / ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ভারতীয় ও নেপালী শিক্ষার্থীরা দেশে ফিরে যাচ্ছেন। গত ৭ দিনে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৪৩৫ জন বিদেশী শিক্ষার্থী। এর মধ্যে ৪০০ জন ভারতীয় এবং ৩৫ জন নেপালী নাগরিক।
দর্শনা জয়নগর চেকপোস্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার নেপালের ২০ জন ও ভারতীয় ১২০ জন শিক্ষার্থী দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করার জন্য আসেন। সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গত শুক্রবার বিপাকে পড়েন এসব শিক্ষার্থী। কোথাও ইন্টারনেট সংযোগ না থাকায় ভ্রমণ কর পরিশোধ করতে না পেরে চেকপোস্টে আটকে থাকেন তারা। পরবর্তীতে সোনালী ব্যাংক দর্শনা শাখায় বিকল্প ব্যবস্থায় তাদের ভ্রমণ কর পরিশোধের ব্যবস্থা করা হয়। ওই দিন দুপুরের পর থেকে শিক্ষার্থীরা ভারতে প্রবেশ করতে শুরু করেন। এরপর শনিবার ১০১ জন ভারতীয় ও ৯ জন নেপালী, রোববার ১০৯ জন ভারতীয়, সোমবার ৪৩ জন ভারতীয় ও ৬ জন নেপালী, মঙ্গলবার ১৫ জন ভারতীয়, বুধবার ২ জন এবং সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ১০ জন ভারতীয় শিক্ষার্থী দর্শনা চেকপাস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।
চেকপোস্টে অবস্থানকালে একাধিক বিদেশী শিক্ষার্থী জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠায় নিরাপত্তাহীনতার কারণে তারা নিজ দেশে ফিরে যাচ্ছেন। এ বিষয়ে দর্শনা জয়নগর সীমান্তের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) আতিকুল ইসলাম বলেন, গত শুক্রবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ৪০০ জন ভারতীয় এবং ৩৫ জন নেপালী নাগরিক ভারতে ফিরে গেছেন।