মেহেরপুরে যুবদলের শুভেচ্ছা সমাবেশ
- আপলোড টাইম : ০৪:৪৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১০০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেহেরপুরে জেলা যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে একই স্থান থেকে আনন্দ র্যালি বের করা হয়। মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ এক সংকটময় মুহূর্তের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে। দেশ এখন লুটেরাদের দখলে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোয়া, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের নাজেহাল অবস্থা। শুধুমাত্র কোটা আন্দোলনই নয়, এ দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে এই স্বৈরাচারী সরকারকে টেনে-হেঁচড়ে গদি থেকে নামিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা দরকার হয়ে পড়েছে। এই কোটা ব্যবস্থা ও দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করে আনতে হবে।’ এ সময় মাসুদ অরুণ চলমান কোটা আন্দোলনকে আরও গতিশীল করবে নবগঠিত কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দর আশা ব্যক্ত করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস। এছাড়া সমাবেশে মেহেরপুর জেলার সকল ইউনিয়ন, উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।