ঝিনাইদহে মিণ্টুর মুক্তির দাবিতে বাস মালিক সমিতির মানববন্ধন
- আপলোড টাইম : ০৮:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ৮০ বার পড়া হয়েছে
এমপি আনার হত্যায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে বাস-মিনিবাস মালিক সমিতি ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, মোহাম্মদ আলী কানু, সাবেক সদস্য ওহিদুল আলম খান, আব্দুল কুদ্দুস, চেম্বার অব কমার্সের পরিচালক নয়ন আহম্মেদ ও আমজাদ হোসেন বক্তব্য দেন। বক্তারা বলেন, জেলায় আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করতে ষড়যন্ত্র করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গত ১১ জুন সাইদুল করিম মিণ্টুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।