আলমডাঙ্গা ও গাংনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
তিনজনের জেল, আরও দুজনের বিরুদ্ধে মামলা- আপলোড টাইম : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৩৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা ও গাংনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচজন আটক হয়েছেন। এর মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল এবং দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়া ও স্টেশন রোড এলাকায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। এর মধ্যে স্টেশন রোড এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় দুজনকে আটক করা হয়। আর গোবিন্দপুর মাঠপাড়া এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে শাকিলকে (৩৭) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আলমডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসা পাড়ার শ্রী অসিত কুমারের ছেলে শ্রী দীপক কুমার (২৭) ও নওদা বন্ডবিল গ্রামের ইউনুচ আলী ছেলের আরিফুল ইসলামকে (২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
গাংনী:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রবিউল ইসলাম (৪০) এবং সজিব সর্দার (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে গাংনী উপজেলার মহেশপুর দোবাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মৃত মান্নান জোয়ার্দারের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের আজিজুল সর্দারের ছেলে সজিব সর্দার।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, গাংনী উপজেলার মহেশপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।