দামুড়হুদায় পাচারকারী সন্দেহে তিন নারী আটক
- আপলোড টাইম : ০৯:৩০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / ১০১ বার পড়া হয়েছে
দামুড়হুদায় নারী পাচারকারী সন্দেহে তিন নারীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাঁটখোলাপাড়ার মতিয়ার রহমানের স্ত্রী শেফালী খাতুন (৫০), শাহাজাহান আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৮) ও আইয়ুব ফকিরের স্ত্রী মালেকা খাতুন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী হাতিভাঙ্গা গ্রামের রিপন আলীর মেয়ে রিয়া খাতুন (১১) ও সুইট আলীর মেয়ে সারিকাকে (১১) বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনজন অপরিচিত নারী নিয়ে যেতে চাইলে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তিন নারীকে অপহরণকারী সন্দেহে তারা আটক করে রাখে।
পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার উপস্থিতিতে ও দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সহযোগিতায় তাদের থানা হেফাজতে নেন। এ ঘটনায় অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষক ফারুকের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন। আসামিদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।