ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উদ্বোধনী খেলায় শঙ্করচন্দ্র ইউনিয়নের জয়লাভ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ৭১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, ফুটবলে কিক ও খেলোয়াড়দের সাথে করমর্দনের মধ্যদিয়ে উদ্বোধনী খেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অতিথিবৃন্দ।


উদ্বোধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক মমতাজ, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, আনসার ভিডিপি অফিসার ইসরাফিল হোসেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোকলেসুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক ডা. খালিদ হাসান, পল্লী সমবায় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিবুল আলম সুজন, তিতুদহ ইউপি চেয়ারম্যান শুকুর আলী, মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের সিএ আব্দুল মালেক, রাসেল আহমেদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, আর্জেন্টিনার প্রেসিডেন্টকে পৃথিবীর অনেকেই চেনেন না। কিন্তু আর্জেন্টিনার লিওনেল মেসিকে সারা পৃথিবীর মানুষ চেনেন। কারণ তিনি একজন খ্যাতিমান ফুটবল খেলোয়াড়। তাই একজন খ্যাতিমান ফুটবল খেলোয়াড় হলে তাকে অর্থবিত্ত নাম-যস কোনো কিছুই আলাদাভাবে সংগ্রহ করতে হয় না। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এ আয়োজন তেমন ফুটবল খেলোয়াড় তৈরির জন্যই দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তাই এই সুযোগকে কাজে লাগাতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও মনোনিবেশ করতে হবে।
উদ্বোধনী ম্যাচে শঙ্করচন্দ্র ইউনিয়ন ১-০ গোলে জয়লাভ করে শুভ সূচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনা ও ধারাভাষ্য করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উদ্বোধনী খেলায় শঙ্করচন্দ্র ইউনিয়নের জয়লাভ

আপলোড টাইম : ০৯:২২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, ফুটবলে কিক ও খেলোয়াড়দের সাথে করমর্দনের মধ্যদিয়ে উদ্বোধনী খেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অতিথিবৃন্দ।


উদ্বোধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক মমতাজ, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, আনসার ভিডিপি অফিসার ইসরাফিল হোসেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোকলেসুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক ডা. খালিদ হাসান, পল্লী সমবায় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিবুল আলম সুজন, তিতুদহ ইউপি চেয়ারম্যান শুকুর আলী, মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের সিএ আব্দুল মালেক, রাসেল আহমেদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, আর্জেন্টিনার প্রেসিডেন্টকে পৃথিবীর অনেকেই চেনেন না। কিন্তু আর্জেন্টিনার লিওনেল মেসিকে সারা পৃথিবীর মানুষ চেনেন। কারণ তিনি একজন খ্যাতিমান ফুটবল খেলোয়াড়। তাই একজন খ্যাতিমান ফুটবল খেলোয়াড় হলে তাকে অর্থবিত্ত নাম-যস কোনো কিছুই আলাদাভাবে সংগ্রহ করতে হয় না। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এ আয়োজন তেমন ফুটবল খেলোয়াড় তৈরির জন্যই দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তাই এই সুযোগকে কাজে লাগাতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও মনোনিবেশ করতে হবে।
উদ্বোধনী ম্যাচে শঙ্করচন্দ্র ইউনিয়ন ১-০ গোলে জয়লাভ করে শুভ সূচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনা ও ধারাভাষ্য করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব।