ইপেপার । আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১১:১৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / ১২৪ বার পড়া হয়েছে

Oplus_131072

মেরেপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থকে মাসুদ (২৫) নামর এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে কাজিপুর গ্রামের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত মাসুদ কাজিপুর গ্রামের মহিবুল ইসলামের ছেলে।

মাসুদের পারিবারিক সূত্র জানায়, মাসুদ রাজমিস্ত্রীর কাজ করতেন। দু’বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। মানসিক রোগের কারণে বিভিন্ন সময় তিনি নিখোঁজ থাকতেন। আবার একাই বাড়ি ফিরে আসতেন। গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেরনি। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হলেও পারিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড টাইম : ১১:১৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

মেরেপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থকে মাসুদ (২৫) নামর এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে কাজিপুর গ্রামের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত মাসুদ কাজিপুর গ্রামের মহিবুল ইসলামের ছেলে।

মাসুদের পারিবারিক সূত্র জানায়, মাসুদ রাজমিস্ত্রীর কাজ করতেন। দু’বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। মানসিক রোগের কারণে বিভিন্ন সময় তিনি নিখোঁজ থাকতেন। আবার একাই বাড়ি ফিরে আসতেন। গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেরনি। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হলেও পারিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।