চুয়াডাঙ্গায় কুকুরে বিপত্তি, প্রাণ গেল যুবকের
- আপলোড টাইম : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- / ৭২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইদ্রিস আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন মোটরসাইকেলের চালক ও আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন (৫২)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদুল ইসলামকে ভর্তি রাখেন এবং অবস্থা শঙ্কাজনক হওয়ায় ইদ্রিস আলীকে রাজশাহী রেফার্ড করেন।
আহত সাজ্জাদুল ইসলাম স্বপন জানান, গতকাল দুপুরে ইদ্রিস আলী চুয়াডাঙ্গা কোর্টে একটি মামলায় হজিরা দিতে আসছিলেন। পথে ঘোড়ামারা ব্রিজ পার হয়ে পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি কুকুর হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসে। এসময় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়ে। এতে ইদ্রিস আলী রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে রাজশাহী রেফার্ড করেন। রাজশাহী নেয়ার পথে বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌঁছালে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্তকর্তা ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভানে আনে স্থানীয়রা। আহত স্বপনকে ভর্তি রাখা হলেও অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইদ্রিস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।