চুয়াডাঙ্গায় ৩০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
- আপলোড টাইম : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- / ৭৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ সোয়াইন হোসেন (২৮) নামের এক যুবক আটক হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোয়াইন হোসেন কার্পাসডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার রবিউল হকের ছেলে।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযার চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ভবতোষ রায় ও এসআই মুহিদ হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়ক থেকে সোয়াইন হোসেনকে আটক করা হলে তার নিকট হতে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকাল আটক সোয়াইন হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দেয়া হয়েছে।