চুয়াডাঙ্গায় সাংস্কৃতি কর্মীদের মানববন্ধন
- আপলোড টাইম : ১১:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের সহসভাপতি সাংবাদিক আলমগীর অরণ্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সামনে এই মানববন্ধন করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, সংলাপ ও উদীচী শিল্পী গোষ্ঠী। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অরিন্দম, সংলাপ ও উদীচী শিল্পী সদস্যরা মিলে প্রতিবাদী গণসংগীত ও কবিতা আবৃতি পরিবেশনের মধ্যদিয়ে হামলার প্রতিবাদ করেন। পরে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা করে সাংস্কৃতি কর্মীরা।
এসময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবী জহির রায়হান, সদস্য শাহেদ জামাল, আদিল হোসেন, চারু ও চলচ্চিত্র বিষয়ক সম্পাদক শাওন কুমার রায়, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন বাপ্পি, ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক লিটু বিশ্বাস, অরিন্দম কার্যকরি পরিষদের সদস্য আলাউদ্দিন উমর, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার মাসুদ রানা লিটন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নাট্য সম্পাদক হিরন-উর রশীদ শান্ত প্রমুখ।