চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন
- আপলোড টাইম : ১১:১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে কর্মসূচি সূচনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দিবসটি উপলক্ষে যুব মহিলা লীগের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহিদ হাসান চত্বরে গিয়ে একটি সমাবেশ করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশসহ নানা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আমরা একটি সুখি-সমৃদ্ধ জাতিতে পরিণত হবো।’ তিনি আরও বলেন, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো দরকার। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই।
দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা রহমান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আরজিনা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের উপজেলা সভাপতি সাহিদা বেগম, জীবননগর উপজেলার সভাপতি কহিনুর বেগম, চুয়াডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রুপা, চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ফাহিমা, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাবিনা, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি বেবি, ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মিতা রানি দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।