ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার বেলগাছিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:১৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / ৬১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছিতে সুমাইয়া খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত রোববার রাত আটটার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমাইয়া বেলগাছি পুরাতন মসজিদপাড়ার শাওনের স্ত্রী ও আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের প্রবাসী নাজমুল ইসলামের মেয়ে। সুমাইয়ার শ্বশুর বাড়ির পক্ষ থেকে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলা হলেও তার মায়ের দাবি হত্যার পর মেয়েকে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় গত রোববারই সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম জানান, রোববার সন্ধ্যার পর পরিবারের সদস্যরা সুমাইয়া খাতুনকে জরুরি বিভাগে নেয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা করলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতের গলায় ফাঁসের চিহ্ন ছিলো। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, গতকাল দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে সুমাইয়া খাতুনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দুপুরেই সুমাইয়ার পিতার বাড়ির সদস্যরা তার লাশ নিয়ে খোরদ গ্রামে পৌঁছায়। পরে বেলা দুইটায় জানাজা শেষে খোরদ কবরস্থানে সুমাইয়ার লাশের দাফর সম্পন্ন হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার বেলগাছিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপলোড টাইম : ০৮:১৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছিতে সুমাইয়া খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত রোববার রাত আটটার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমাইয়া বেলগাছি পুরাতন মসজিদপাড়ার শাওনের স্ত্রী ও আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের প্রবাসী নাজমুল ইসলামের মেয়ে। সুমাইয়ার শ্বশুর বাড়ির পক্ষ থেকে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলা হলেও তার মায়ের দাবি হত্যার পর মেয়েকে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় গত রোববারই সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম জানান, রোববার সন্ধ্যার পর পরিবারের সদস্যরা সুমাইয়া খাতুনকে জরুরি বিভাগে নেয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা করলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতের গলায় ফাঁসের চিহ্ন ছিলো। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, গতকাল দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে সুমাইয়া খাতুনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দুপুরেই সুমাইয়ার পিতার বাড়ির সদস্যরা তার লাশ নিয়ে খোরদ গ্রামে পৌঁছায়। পরে বেলা দুইটায় জানাজা শেষে খোরদ কবরস্থানে সুমাইয়ার লাশের দাফর সম্পন্ন হয়।