ঝিনাইদহে ৭ কেজি গাঁজাসহ মনিরুল আটক
- আপলোড টাইম : ০৭:৫৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১১৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ পৌর শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ মনিরুল বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে শহরের টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা। আটক মনিরুল ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জমেদ আলীর ছেলে।
জানা গেছে, পার্বত্য এলাকা থেকে গাঁজা এনে ঝিনাইদহে বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পাই থানা পুলিশ। খবরের সত্যতা নিশ্চিত হতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সদর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মনিরুল বিশ্বাসকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৭ কেজি গাঁজা জব্দ হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন বলেন, ৭ কেজি গাঁজাসহ মনিরুল বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।