শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের এক হাজার গাছ কর্তন
থানায় মামলা, এমপির ঘটনাস্থল পরিদর্শন
- আপলোড টাইম : ০৭:১৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ৬৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের রোপণকৃত বিভিন্ন প্রজাতির এক হাজার গাছ কর্তনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শৈলকুপা থানায় এজাহার দাখিল করা হয়। মামলায় অজ্ঞাতনামাদের আসামি দেখানো হয়েছে। এদিকে গতকাল দুপুরে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার কাজীপাড়া সেচখাল পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম ও শাখা কর্মকর্তা কাজী মহসিন উপস্থিত ছিলেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, গাছ কাটা, ফসল কাটার মত জখন্য কাজ যারা করে তারা মানুষ না। যারা এই গাছ কর্তণ করেছে, আমি চাই তারা আইনের আওতায় আসুক। পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তপূর্বক গ্রেপ্তার করবে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড কাজীপাড়া সেচ খালে ৩ হাজার গাছ লাগিয়েছিল। রোববার ভোররাতে কে বা কারা খালপাড়ের এক হাজার গাছের চারা উপড়ে ফেলে বিনষ্ট করেছে।