ইপেপার । আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠনে- এমপি টগর

খেলাধুলায় মনোযোগী হলে মাদক থেকে দূরে থাকা সম্ভব

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৮:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / ১১৮ বার পড়া হয়েছে

দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালকের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রাধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এমপি টগর বলেন, অনূর্ধ্ব ১৭ বয়সের ছেলেদের ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী খেলা। এই বয়সেই খেলাধুলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার সাথে সম্পৃক্ততা থাকতে হবে। খেলাধুলায় মনোযোগী হলে মাদক থেকে দূরে থাকা সম্ভব। খেলায় হার জিত থাকবেই, এটা মেনে নিতে হবে। খেলার মাঠে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। বক্তব্য শেষে এমপি টগর টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দামুড়হুদা ইউনিয়ন একাদশের কোচ ম্যানেজার শহীদ আজম সদু প্রমুখ।

খেলার মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ফুটবল প্রেমীরাসহ উপস্থিত সকলে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়ন একাদশ ও হাউলী ইউনিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই দুটি করে গোল করে খেলার সমতা বজায় রাখে। পরে ট্রাইবেকারে ৫টির মধ্যে দামুড়হুদা ইউনিয়ন একাদশ ৩টা গোল করে এবং হাউলী ইউনিয়ন একাদশ ৪টি গোল করে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিজয়ী হয়।

খেলা পরিচালনা করেন একরামুল হাসান নিপুন, সৈয়দ মাসুদুর রহমান, সুভাষ চন্দ্র বিশ্বাস, ইউসুফ আলী। টুর্নামেন্টের ম্যাচ কমিশনার ছিলেণ সাবেক জেলা ফুটবলার জাকির হোসেন। খেলায় ধারাভাষ্য দেন মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মা মো. মামুনুর রশীদ। আজ বেলা সাড়ে ৩টায় টুর্নামেন্টর ২য় খেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠনে- এমপি টগর

খেলাধুলায় মনোযোগী হলে মাদক থেকে দূরে থাকা সম্ভব

আপলোড টাইম : ০৮:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালকের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রাধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এমপি টগর বলেন, অনূর্ধ্ব ১৭ বয়সের ছেলেদের ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী খেলা। এই বয়সেই খেলাধুলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার সাথে সম্পৃক্ততা থাকতে হবে। খেলাধুলায় মনোযোগী হলে মাদক থেকে দূরে থাকা সম্ভব। খেলায় হার জিত থাকবেই, এটা মেনে নিতে হবে। খেলার মাঠে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। বক্তব্য শেষে এমপি টগর টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দামুড়হুদা ইউনিয়ন একাদশের কোচ ম্যানেজার শহীদ আজম সদু প্রমুখ।

খেলার মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ফুটবল প্রেমীরাসহ উপস্থিত সকলে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়ন একাদশ ও হাউলী ইউনিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই দুটি করে গোল করে খেলার সমতা বজায় রাখে। পরে ট্রাইবেকারে ৫টির মধ্যে দামুড়হুদা ইউনিয়ন একাদশ ৩টা গোল করে এবং হাউলী ইউনিয়ন একাদশ ৪টি গোল করে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিজয়ী হয়।

খেলা পরিচালনা করেন একরামুল হাসান নিপুন, সৈয়দ মাসুদুর রহমান, সুভাষ চন্দ্র বিশ্বাস, ইউসুফ আলী। টুর্নামেন্টের ম্যাচ কমিশনার ছিলেণ সাবেক জেলা ফুটবলার জাকির হোসেন। খেলায় ধারাভাষ্য দেন মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মা মো. মামুনুর রশীদ। আজ বেলা সাড়ে ৩টায় টুর্নামেন্টর ২য় খেলা অনুষ্ঠিত হবে।