আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০২:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ৫৯ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজের নবনির্বাচিত পরিচালনা কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া কলেজে দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হক। আরও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের সাধারণ শিক্ষক সদস্য বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য ও প্রভাষক আসমা খাতুন, অভিভাবক সদস্য শংকর প্রামানিক, সাবদার রহমান, খোরশেদ আলম ও ফরজ আলী। সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা কলেজের সার্বিক উন্নয়নে এলাকাবাসীসহ সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আন্দুলবাড়ীয়া কলেজের নবনির্বাচিত কমিটির অভিভাবক সদস্য খোরশেদ আলম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির।