ঝিনাইদহ চেম্বার অব কমার্সের নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর
- আপলোড টাইম : ০২:০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ৬৫ বার পড়া হয়েছে
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪-২৫ ও ২০২৫-২৬ এর নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় প্রধান অতিথি থেকে নবনির্বাচিত কমিটির সভাপতির পক্ষে জ্যেষ্ঠ সহসভাপতি মোয়াজ্জেম হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির পরিচালক এমএ সামাদ, জাহাঙ্গীর আলম, মোরাদিম মোস্তাকিম মনির, এএসএম এনায়েততুল্লাহ, হোসেন মো. আবু সাঈদ, তোফাজ্জেল হোসেন, আব্দুল মতিন, মানিক মিয়া, শামীম হোসেন মোল্লা, আতিকুল হাসান মাসুম, মাজহারুল আনোয়ার, নাজিম উদ্দিন জুলিয়াস, বকুল বাশার, সামছুল আলম, আব্দুল হান্নান বাবু, রোকোনুজ্জামান প্রমুখ।