দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও চিৎলায় পৃথক বিট পুলিশং সভা
- আপলোড টাইম : ০৮:৫৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ৪৮ বার পড়া হয়েছে
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন’ স্লোগানে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও চিৎলায় জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারে বিকেল কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও চিৎলা মোড়ে দামুড়হুদা মডেল থানার উদ্যোগে পৃথক এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সীমান্তবর্তী এলাকা হওয়ায় দামুড়হুদা মডেল থানা স্পর্শকাতর। এই এলাকায় আশপাশের কয়েকটি জেলা থেকে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত অসৎ উদ্দেশে যাতায়াত করে। আমি ও আমার থানায় সকল সদস্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করতে। পুলিশ সারাদেশে চালু করেছে বিট পুলিশিং।
তিনি আরও বলেন, বিট পুলিশে ও থানায় মামলা বা জিডি করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন হয় না। প্রতিটি বিটে একজন করে পুলিশ অফিসার দায়িত্বে আছেন। বিট পুলিশিং অফিসার মীমাংসাযোগ্য ঘটনা মীমাংসা করবেন। এতে সময় ও হয়রানি কমে আসবে। পাশাপাশি সামাজিক শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে।’
উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ওসি আলমগীর কবির বলেন, দামুড়হুদা যেমন একটি মডেল থানা তেমনিই বিট পুলিশিও আপনাদের সেবার একটি থানা। দামুড়হুদা থানা এলাকায় যে কোন সমস্যা হলে, কোনো ভয় না পেয়ে আপনারা আমাদের জানাবেন। আপনাদের নাম ঠিকানা গোপন রাখা হবে। তিনি বাল্যবিয়ে, যৌতুক, সাইবার বুলিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, মাদক, জুয়া ও ইভটিজিং জাতীয় বিভিন্ন অপরাধের বিষয় নিয়ে সভায় সকলকে সচেতন করেন।
কার্পাসডাঙ্গা ও চিৎলা বিট পুলিশিং সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হিমেল রানা। এছাড়াও সেকেন্ড অফিসার আসাদুর রহমান আসাদ, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির (এএসআই) সাইদুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো. মামুনুর রশীদ।
এদিকে, দাামুড়হুদা মডেল থানাধীন সদর ইউনিয়নের বিট অফিসার এসআই রিয়াজুল ইসলামের সঞ্চালনায় চিৎলায় বিট পুলিশিং অনুষ্ঠিত হয়। সভায় দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন হিমেল রানা, থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ, এএসআই আলমগীর হোসেন, এআসআই ওহিদুল, সদর ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ড সদস্য হাসান আলী, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান টোকন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ইকরামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।