ঝিনাইদহে ১০১ বোতল ফেনসিডিলসহ আটক ২
- আপলোড টাইম : ০৮:৫১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ৬৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে অভিযান চালিয়ে ১০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬, সিপিসি-২। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার গান্না গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন মহেশপুর উপজেলার একতারপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে আলহাজ্ব (২০) ও গান্না গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী লতা খাতুন (২০)। গতকাল সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে গান্না গ্রামে ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের একটি তথ্য পায়। খবর পেয় দ্রুত সময়ের মধ্যে গান্না গ্রামে অভিযান চালিয়ে আলহাজ্ব ও লতা খাতুন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১০১ বোতল ফেনসিডিল জব্দ হয়। পরে জব্দকৃত মাদক ও আটককৃত আসামিদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।