চুয়াডাঙ্গায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড টাইম : ০৮:০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ১৩০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় এনটিভির ২২ বছর পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি সরদার আল আমিন, পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ^াস এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
দৈনিক প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনির সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মো. সোহাগ। সভায় একাত্তর টিভির সাংবাদিক এম এ মামুন, একুশে টিভির সাংবাদিক আতিয়ার রহমান, ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক আবুল হাশেম, প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল লতিফ শাহ ও যুব প্রধান শাহিন হোসেন বক্তব্য দেন।
এনটিভির ২২ বছরে পদার্পণকে স্বাগত জানিয়ে সভার প্রধান অতিথি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, এনটিভির অগ্রযাত্রা ও সাফল্য কামনা করছি। তৃণমূল সাংবাদিকতায় এনটিভি দেশে ব্যাপক সফলতা লাভ করেছে। আগামী দিনে এনটিভি দেশ ও মানুষের কথা বলবে এটিই প্রত্যাশা করব। এসময় সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।