গাংনীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ
- আপলোড টাইম : ০৭:৫৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
মেহরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সার ও বীজ বিতরণ করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা প্রমুখ। গাংনী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ১০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।