ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদার জুড়ানপুরে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা

ঘরে বসেই নেয়া যাবে যেকোনো পুলিশি সেবা

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৭:৫৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / ৯৬ বার পড়া হয়েছে

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ ‘তথ্য দিন, সেবা নিন’ স্লোগানে দামুড়হুদার জুড়ানপুরে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা মডেল থানার আয়োজনে বিষ্ণুপুর বাজারে ইয়ুথ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। জুড়ানপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইউপি সদস্য খোকন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি মামুনুর রশীদ।

এসময় প্রধান অতিথি ওসি আলমগীর কবির বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দামুড়হুদা একটি স্পর্শকাতর থানা। আশপাশের বেশ কয়েকটি জেলা এবং উপজেলার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা দামুড়হুদা উপজেলায় প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতায়াত করে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। দামুড়হুদা যেমন একটি মডেল থানা, তেমনি এই জুড়ানপুর ইউনিয়ন বিট পুলিশও আপনাদের সবার একটি থানা। এই থানার ওসি হিসেবে এসআই মাহবুবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে করে জনগণ আরও দ্রুত সময়ে যেকোনো ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, ‘বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মতো। আপনি ঘরে বসেই বিট পুলিশিংয়ের মাধ্যমে যেকোনো পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। দামুড়হুদা থানা এলাকায় আপনাদের যেকোনো সমস্যায় আমার দামুড়হুদা থানার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। কোনো ভয় বা সংকচের কারণ নেই। আপনাদের থানায় আপনারা সরাসরি গিয়ে সেবা নেন। তেমনিভাবে এই ইউনিয়ন বিট পুলিশে সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন। নিরাপদ দামুড়হুদা উপজেলা গড়ে তুলতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।’

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই (নি.) আসাদুজ্জামান আসাদ, বিষ্ণুপুর ফাঁড়ির সেকেন্ড ইনচার্জ এএসআই (নি.) এমএ রাশেদসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও স্থানীয় সর্বস্তরের জনগণ। অনুষ্ঠান পরিচালনা করেন জুড়ানপুর ইউনিয়ন বিট পুলিশের এসআই মাহবুবুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার জুড়ানপুরে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা

ঘরে বসেই নেয়া যাবে যেকোনো পুলিশি সেবা

আপলোড টাইম : ০৭:৫৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ ‘তথ্য দিন, সেবা নিন’ স্লোগানে দামুড়হুদার জুড়ানপুরে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা মডেল থানার আয়োজনে বিষ্ণুপুর বাজারে ইয়ুথ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। জুড়ানপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইউপি সদস্য খোকন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি মামুনুর রশীদ।

এসময় প্রধান অতিথি ওসি আলমগীর কবির বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দামুড়হুদা একটি স্পর্শকাতর থানা। আশপাশের বেশ কয়েকটি জেলা এবং উপজেলার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা দামুড়হুদা উপজেলায় প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতায়াত করে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। দামুড়হুদা যেমন একটি মডেল থানা, তেমনি এই জুড়ানপুর ইউনিয়ন বিট পুলিশও আপনাদের সবার একটি থানা। এই থানার ওসি হিসেবে এসআই মাহবুবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে করে জনগণ আরও দ্রুত সময়ে যেকোনো ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, ‘বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মতো। আপনি ঘরে বসেই বিট পুলিশিংয়ের মাধ্যমে যেকোনো পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। দামুড়হুদা থানা এলাকায় আপনাদের যেকোনো সমস্যায় আমার দামুড়হুদা থানার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। কোনো ভয় বা সংকচের কারণ নেই। আপনাদের থানায় আপনারা সরাসরি গিয়ে সেবা নেন। তেমনিভাবে এই ইউনিয়ন বিট পুলিশে সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন। নিরাপদ দামুড়হুদা উপজেলা গড়ে তুলতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।’

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই (নি.) আসাদুজ্জামান আসাদ, বিষ্ণুপুর ফাঁড়ির সেকেন্ড ইনচার্জ এএসআই (নি.) এমএ রাশেদসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও স্থানীয় সর্বস্তরের জনগণ। অনুষ্ঠান পরিচালনা করেন জুড়ানপুর ইউনিয়ন বিট পুলিশের এসআই মাহবুবুর রহমান।