চুয়াডাঙ্গা জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা
- আপলোড টাইম : ১১:৩৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ৬৮ বার পড়া হয়েছে
‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন এবং কুষ্টিয়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব, চুয়াডাঙ্গা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, চুয়াডাঙ্গা বিসিকের বিসিটি আহাদ আলী, বিসিকের প্রমোশন কর্মকর্তা রাসেল আহমেদসহ কমিটির সদস্যবৃন্দ।