ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে আ.লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

ম্যাগাজিন ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / ৫৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ম্যাগাজিন, একটি অবিস্ফোরিত ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিদ উদ্দীন।

স্থানীয় কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম জানান, গ্রামবাসীর কাছে শুনেছি, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বন্ধ করা বাড়িতে তার ছেলে আটকা পড়েছে। প্রতিবেশীরা ছেলেটিকে উদ্ধার করতে গিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কীভাবে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, তা তিনি বলতে পারেননি।

খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার ওসি শাহিন উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে অভিযান চালায়। এসময় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাড়িতে ছিলেন না। ককটেল বিস্ফোরণের পরপরই তিনি গা-ঢাকা দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানান।

স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বাড়িতে ঠিক কী ঘটেছে, তার আমরা বলতে পারছি না। তবে ককটেল বা বোমা যাইহোক বিস্ফোরণ ঘটার পরই খবরটি জানাজানি হয়ে পড়ে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিদ উদ্দীন বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফোরিত ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে আ.লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

ম্যাগাজিন ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

আপলোড টাইম : ১১:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ম্যাগাজিন, একটি অবিস্ফোরিত ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিদ উদ্দীন।

স্থানীয় কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম জানান, গ্রামবাসীর কাছে শুনেছি, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বন্ধ করা বাড়িতে তার ছেলে আটকা পড়েছে। প্রতিবেশীরা ছেলেটিকে উদ্ধার করতে গিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কীভাবে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, তা তিনি বলতে পারেননি।

খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার ওসি শাহিন উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে অভিযান চালায়। এসময় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাড়িতে ছিলেন না। ককটেল বিস্ফোরণের পরপরই তিনি গা-ঢাকা দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানান।

স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বাড়িতে ঠিক কী ঘটেছে, তার আমরা বলতে পারছি না। তবে ককটেল বা বোমা যাইহোক বিস্ফোরণ ঘটার পরই খবরটি জানাজানি হয়ে পড়ে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিদ উদ্দীন বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফোরিত ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।