ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। গতকাল সোমবার দুপুরে জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিতরা। বিদায়ী কমিটির সভাপতি মহ: শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক মইন উদ্দীন মইনুল নতুন কমিটির সভাপতি সেলিম উদ্দীন খান ও সাধারণ সম্পাদক মইন উদ্দীন মইনুলের কাছে কমিটির দায়িত্বভার হস্তান্তর করেন। এ কমিটি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি আকসিজুল ইসলাম রতন ও আব্দুল বারী, যুগ্ম সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন ও শফিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য মহ: শামসুজ্জোহা, মুন্সি শাহজাহান মুকুল, রফিকুল ইসলাম, আ স ম আব্দুর রউফ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আবু তালেব বিশ^াস, তালিম হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা ও একলাছুর রহমান কাজল। এসময় নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. এম এম মনোয়ার হোসেন ও নতুন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এরপর নতুন কমিটি জেলা আয়কর অফিসার সহকারী কর কমিশনার মো. মোহাইমিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন কমিটি জেলার ট্যাক্স লক্ষ্যমাত্রা পূরণে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন সহকারী কর কমিশনারকে। এসময় কর কর্মকর্তা নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি প্রতি বছরে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে। নতুন কমিটির মেয়াদ হবে ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

আপলোড টাইম : ১২:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। গতকাল সোমবার দুপুরে জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিতরা। বিদায়ী কমিটির সভাপতি মহ: শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক মইন উদ্দীন মইনুল নতুন কমিটির সভাপতি সেলিম উদ্দীন খান ও সাধারণ সম্পাদক মইন উদ্দীন মইনুলের কাছে কমিটির দায়িত্বভার হস্তান্তর করেন। এ কমিটি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি আকসিজুল ইসলাম রতন ও আব্দুল বারী, যুগ্ম সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন ও শফিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য মহ: শামসুজ্জোহা, মুন্সি শাহজাহান মুকুল, রফিকুল ইসলাম, আ স ম আব্দুর রউফ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আবু তালেব বিশ^াস, তালিম হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা ও একলাছুর রহমান কাজল। এসময় নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. এম এম মনোয়ার হোসেন ও নতুন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এরপর নতুন কমিটি জেলা আয়কর অফিসার সহকারী কর কমিশনার মো. মোহাইমিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন কমিটি জেলার ট্যাক্স লক্ষ্যমাত্রা পূরণে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন সহকারী কর কমিশনারকে। এসময় কর কর্মকর্তা নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি প্রতি বছরে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে। নতুন কমিটির মেয়াদ হবে ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত।