চুয়াডাঙ্গার নবীননগরে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপলোড টাইম : ১২:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ৮১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার নবীননগর গ্রাম থেকে দুই সন্তানের জননী মোমেনা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মোমেনা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীনগর গ্রামের মৃত যোহর দফাদারের স্ত্রী। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, মোমেনা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি মাঝে মধ্যে রশি হাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। অসুস্থতার কারণে কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান। তিনি সাংবাদিকদের জানান, মোমেনা খাতুন নিজ ঘরে আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বয়স এবং মানসিকভাবে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি অসুস্থ তার ডাক্তারি সার্টিফিকেটে আছে। এছাড়া মোমেনা খাতুনের ছেলে আব্দুল মোমিন লিখিতভাবে আমাদের কাছে একটি অঙ্গীকারনামা জমা দিয়েছেন।
কেউ বাদী না হওয়ায় মোমেনা খাতুনের লাশ পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে। গতকাল রাত ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।