ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

দর্শনায় ‘ভোরের সাথী’ সদস্যদের উদ্যোগ পৌর মেয়রকে অভিনন্দন ও সৌরভের বিদায়

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / ৫৯ বার পড়া হয়েছে

দর্শনা ভোরের সাথী সদস্যদের উদ্যোগে পৌর মেয়র আতিয়ার রহমান হাবুকে অভিনন্দন এবং ভোরের সাথীর সদস্য সৌরভকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার দর্শনা পৌরসভার সম্মেলনকক্ষে অভিনন্দন ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হজব্রত পালন করে দেশে ফেরার মেয়র আতিয়ার রহমান হাবুকে শুভেচ্ছা ও আইএফসিআই ব্যাংকের ম্যানেজার সোহরাব হোসেনকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
ভোরের সাথী হারুন অর রশিদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান। তিনি বলেন, ‘আমরা যারা ভোরে হাঁটাহাঁটি ও শরীরচর্চা করি, এর মধ্যে রাজনৈতিক কোনো কার্যক্রম চালানো হয় না। বিভিন্ন জন বিভিন্ন মত ও পথের, তবে আমরা ভোরের সাথীরা ভোরে শরীরচর্চার ক্ষেত্রে একই বৃত্তে থাকি। আমরা এভাবেই ভোরের সুন্দর আবহাওয়ায় নির্মল পরিবেশে শরীরচর্চা করে যাবো।’ তিনি বলেন, ‘আইএফআইসি ব্যাংকের ম্যানেজার সৌরভ দীর্ঘ এক বছর ধরে ভোরের সাথী হিসেবে যুক্ত ছিলেন। তিনি পদোন্নতি পেয়ে বদলি হয়ে গোয়ালন্দ শাখায় যোগদান করবেন। আমরা ভোরের সাথীরা তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’
এসময় বক্তব্য দেন বিদায়ী সৌরভ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংকার আনোয়ার হোসেন, শলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, নাজমুল হুদা, শৈলেন, সাবেক পুলিশ কর্মকর্তা খালিদ হোসেন, লুৎফর রহমান, মাসুম বিল্লাসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হারুন অর রশিদ জুয়েল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ‘ভোরের সাথী’ সদস্যদের উদ্যোগ পৌর মেয়রকে অভিনন্দন ও সৌরভের বিদায়

আপলোড টাইম : ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

দর্শনা ভোরের সাথী সদস্যদের উদ্যোগে পৌর মেয়র আতিয়ার রহমান হাবুকে অভিনন্দন এবং ভোরের সাথীর সদস্য সৌরভকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার দর্শনা পৌরসভার সম্মেলনকক্ষে অভিনন্দন ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হজব্রত পালন করে দেশে ফেরার মেয়র আতিয়ার রহমান হাবুকে শুভেচ্ছা ও আইএফসিআই ব্যাংকের ম্যানেজার সোহরাব হোসেনকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
ভোরের সাথী হারুন অর রশিদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান। তিনি বলেন, ‘আমরা যারা ভোরে হাঁটাহাঁটি ও শরীরচর্চা করি, এর মধ্যে রাজনৈতিক কোনো কার্যক্রম চালানো হয় না। বিভিন্ন জন বিভিন্ন মত ও পথের, তবে আমরা ভোরের সাথীরা ভোরে শরীরচর্চার ক্ষেত্রে একই বৃত্তে থাকি। আমরা এভাবেই ভোরের সুন্দর আবহাওয়ায় নির্মল পরিবেশে শরীরচর্চা করে যাবো।’ তিনি বলেন, ‘আইএফআইসি ব্যাংকের ম্যানেজার সৌরভ দীর্ঘ এক বছর ধরে ভোরের সাথী হিসেবে যুক্ত ছিলেন। তিনি পদোন্নতি পেয়ে বদলি হয়ে গোয়ালন্দ শাখায় যোগদান করবেন। আমরা ভোরের সাথীরা তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’
এসময় বক্তব্য দেন বিদায়ী সৌরভ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংকার আনোয়ার হোসেন, শলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, নাজমুল হুদা, শৈলেন, সাবেক পুলিশ কর্মকর্তা খালিদ হোসেন, লুৎফর রহমান, মাসুম বিল্লাসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হারুন অর রশিদ জুয়েল।