মুজিবনগর সীমান্তে পিস্তল ও গুলিসহ চোরাকারবারি আটক
- আপলোড টাইম : ০৯:২১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও এক বোতল মদসহ আশরাফুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করা হয়। তিনি একই উপজেলার সোনাপুর গ্রামের নতুনপাড়ার হযরত আলীর ছেলে।
বিজিবির নাজিরাকোনা ক্যাম্প ইনচার্জ জাকির হোসেন জানান, আশরাফুল ইসলাম মুজিবনগর সীমান্তের একজন চিহ্নিত চোরাকারবারি। তিনি বিজিবি ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারি করে আসছিল। এদিন গোপন সংবাদের ভিত্তিতে নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের একটি দল সোনাপুর গ্রামে আশরাফুলের বাড়িতে অভিযান চালায়। ক্যাম্প ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আশরাফুলের বাড়ি থেকে মদ ও অস্ত্রসহ তাকে আটক করা হয়। এসময় মাদক বহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পরে তাকে মুজিবনগর থানায় সোপার্দ করা হয়েছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল কুমার দত্ত জানান, বিজিবির দায়ের করা মামলায় ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।