গাংনীতে ৭ কেজি গাঁজা জব্দ, দুজন আটক
- আপলোড টাইম : ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি ১৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গাংনী থানা পুলিশ উপজেলার গাড়াবাড়িয়া ও কাজিপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- একই উপজেলার ধলা গ্রামের বাবর আলী ছেলে সবুজ (২৪) ও সাহেবনগর গ্রামের মৃত ফকির মণ্ডলের ছেলে উজির ফকির (৬২)।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাংনী থানাধীন গাড়াবাড়িয়া ও কাজিপুর গ্রামে মাদক পাচারের পৃথক দুটি গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় গাড়াবাড়িয়া গ্রাম থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ সবুজ ও কাজিপুর গ্রাম থেকে ৫শ ১৫ গ্রাম গাঁজাসহ উজির ফকির আটক হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন আসামি পালিয়ে যায়, তাদেরকে আটকের চেষ্টা চলছে।