চুয়াডাঙ্গায় ডায়রিয়া আক্রান্ত হয়ে বৃদ্ধ নারীর মৃত্যু
- আপলোড টাইম : ১০:৫২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১০০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ডায়রিয়া আক্রান্ত হয়ে আছিয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধা চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আশরাফ আলীর স্ত্রী।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টায় গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা ডায়রিয়া আক্রান্ত আছিয়া বেগমকে জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে আছিয়া বেগম মৃত্যুবরণ করেন। এদিকে, গত ৩ দিনে নারী, পুরুষ ও শিশুসহ ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন রোগী। এরমধ্যে গতকাল রোববার ভর্তি হন বৃদ্ধা আছিয়া বেগমসহ ১৫জন, আগেরদিন শনিবার ভর্তি হন ১৮ জন ও শুক্রবার ভর্তি হয়েছিলেন ২৩ জন।
ডায়রিয়া ওয়ার্ডের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন বলেন, আছিয়া বেগমের পরিবারের সদস্যরা জানায় তিনি ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হলেও হার্টের সমস্য ও ডায়াবেটিসের রোগী ছিলেন। সকালে আছিয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসে। এছাড়া আজ (গতকাল) সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৫ জন রোগী ভর্তি হয়েছে। এখন ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ কম।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, গুরুতর অবস্থায় সকাল ১০টায় বৃদ্ধা আছিয়া ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হন। তিনি ডায়াবেটিস আক্রান্তও ছিলেন। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।