ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে বাড়তি ভাড়া প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শনে ভিজিলেন্স টিম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেছে ভিজিলেন্স টিম।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শন করেছে এ সংক্রান্ত ভিজিলেন্স টিম। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টায় শহরের বড় বাজার এলাকার দূরপাল্লার বাস কাউন্টারগুলো পরিদর্শন করা হয়। এসময় কাউন্টারগুলো থেকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করতে সতর্ক করেন ভিজিলেন্স টিমের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আবু জামাল, নিরাপদ সড়ক চাই-নিসচা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া বলেন, ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহন কর্তৃপক্ষ যাতে বাড়তি ভাড়া না নেয়, এ জন্য ঈদের আগে থেকেই সতর্ক করা হয়েছে। ঈদের পরেও কর্মস্থলে ফেরা মানুষেরা যাতে ভাড়া নিয়ে ভোগান্তিতে না পড়ে, সে জন্য কাউন্টারগুলো তদারকি করা হচ্ছে।


মেহেরপুর:
মেহেরপুরে দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জেলার ভিজিলেন্স টিমের আয়োজনে দুই দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। মেহেরপুর শহরের বাস টার্মিনাল ও বড় বাজারের কাউন্টারগুলো পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন এবং জেলা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শকের সমন্বয়ে ভিজিলেন্স টিম। বিআরটিএ মেহেরপুর সার্কেলের আয়োজনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাস কাউন্টার পরিদর্শনকালে বাড়তি ভাড়া আদায় কার হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে বাড়তি ভাড়া প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শনে ভিজিলেন্স টিম

আপলোড টাইম : ০৮:০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেছে ভিজিলেন্স টিম।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শন করেছে এ সংক্রান্ত ভিজিলেন্স টিম। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টায় শহরের বড় বাজার এলাকার দূরপাল্লার বাস কাউন্টারগুলো পরিদর্শন করা হয়। এসময় কাউন্টারগুলো থেকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করতে সতর্ক করেন ভিজিলেন্স টিমের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আবু জামাল, নিরাপদ সড়ক চাই-নিসচা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া বলেন, ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহন কর্তৃপক্ষ যাতে বাড়তি ভাড়া না নেয়, এ জন্য ঈদের আগে থেকেই সতর্ক করা হয়েছে। ঈদের পরেও কর্মস্থলে ফেরা মানুষেরা যাতে ভাড়া নিয়ে ভোগান্তিতে না পড়ে, সে জন্য কাউন্টারগুলো তদারকি করা হচ্ছে।


মেহেরপুর:
মেহেরপুরে দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জেলার ভিজিলেন্স টিমের আয়োজনে দুই দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। মেহেরপুর শহরের বাস টার্মিনাল ও বড় বাজারের কাউন্টারগুলো পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন এবং জেলা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শকের সমন্বয়ে ভিজিলেন্স টিম। বিআরটিএ মেহেরপুর সার্কেলের আয়োজনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাস কাউন্টার পরিদর্শনকালে বাড়তি ভাড়া আদায় কার হচ্ছে কিনা তা তদারকি করা হয়।