চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত
- আপলোড টাইম : ০৩:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
- / ১৪২ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার (১৭ জুন) ঈদুল আজহা পালিত হয়েছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন। মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালনে সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা চাঁদমারি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্য এবং জনসাধারণ নামাজে অংশ নেয়। নামাজ শেষে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোরবানি পশুর রক্ত বা বর্জ্যে যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয় সে জন্য সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ। ঈদ উদ্যাপন উপলক্ষ্যে জেলা সদর হাসপাতাল, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কারাগার, সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এদিকে, ঈদের নামাজ শেষে পুলিশ সুপার আর এম ফয়জুর পুলিশ সদস্য এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে পুলিশ লাইন্সে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ নেন। এ আয়োজনে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।