ইপেপার । আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ঈদে ছিন্নমূল ও অসহায়দের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • / ১৪০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহার দিন অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারা দেবী ফাউন্ডেশন। ঈদের দিন সোমবার (১৭ জুন) দুপুরে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে এই খাবার পরিবেশন করা হয়।
এই কর্মসূচি উদ্বোধন করেন ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালা। দুপুর থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলে খাবার পরিবেশন।
চুয়াডাঙ্গা ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদসহ ছাত্রলীগের নেতা-কর্মী ও তারা দেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন বস্তির বাসিন্দা বৃদ্ধা ছইরন নেছা বলেন, কেউ খাবার দিলে পেটে যায়। না দিলে অনাহারে থাকতে হয়। ঈদে এই খাবার পেয়ে ভালো লাগছে। আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক।
সকাল থেকে কোরবানির গোস্ত পাওয়ার আশায় বেরোনো ভাজা বিক্রেতা ও এক ভ্যানচালক বলেন, আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক। ঈদের দিন আমাদের ভালো খাবার দিল। এটা অনেক আনন্দের। আমরা খুবই খুশি। জহুরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ঈদের দিন পেট ফুরোন খেলাম। খুব ভালো লাগছে।
তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু বলেন, আমাদের তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা প্রতি ঈদেই অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় এবারের কোরবানি ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত আমরা শত শত অসহায় মানুষের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করলাম। আমরা নিজেরা ঈদের দিন পরিবার-পরিজনকে সময় না দিয়ে অসহায় মানুষদের খাবার খাওয়াচ্ছি।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ঈদে ছিন্নমূল ও অসহায়দের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন

আপলোড টাইম : ১২:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

পবিত্র ঈদুল আজহার দিন অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারা দেবী ফাউন্ডেশন। ঈদের দিন সোমবার (১৭ জুন) দুপুরে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে এই খাবার পরিবেশন করা হয়।
এই কর্মসূচি উদ্বোধন করেন ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালা। দুপুর থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলে খাবার পরিবেশন।
চুয়াডাঙ্গা ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদসহ ছাত্রলীগের নেতা-কর্মী ও তারা দেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন বস্তির বাসিন্দা বৃদ্ধা ছইরন নেছা বলেন, কেউ খাবার দিলে পেটে যায়। না দিলে অনাহারে থাকতে হয়। ঈদে এই খাবার পেয়ে ভালো লাগছে। আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক।
সকাল থেকে কোরবানির গোস্ত পাওয়ার আশায় বেরোনো ভাজা বিক্রেতা ও এক ভ্যানচালক বলেন, আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক। ঈদের দিন আমাদের ভালো খাবার দিল। এটা অনেক আনন্দের। আমরা খুবই খুশি। জহুরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ঈদের দিন পেট ফুরোন খেলাম। খুব ভালো লাগছে।
তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু বলেন, আমাদের তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা প্রতি ঈদেই অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় এবারের কোরবানি ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত আমরা শত শত অসহায় মানুষের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করলাম। আমরা নিজেরা ঈদের দিন পরিবার-পরিজনকে সময় না দিয়ে অসহায় মানুষদের খাবার খাওয়াচ্ছি।