জীবননগরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল উদ্ধার; আটক ১
- আপলোড টাইম : ০৮:০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১০১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭২ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান (৫৫) নামের এক মাদক কারবারি আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা পাঁচটার দিকে উপজেলার সুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তবে পালিয়ে যায় মিজানুরের সহযোগী মিন্টু মন্ডল (৪৫)। মিজানুর রহমান সুটিয়া গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে ও পলাতক মিন্টু মন্ডল একই এলাকার ওয়াজ্জেল মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জীবননগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মেফাউল হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স। এ সময় সুটিয়া গ্রামের মিণ্টু মণ্ডলে বাড়িতে দুই ব্যাক্তির ফেনসিডিল ক্রয় বিক্রয়ের গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজানুর রহমান ও মিণ্টু মণ্ডল দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা মিজানুর রহমানকে আটক করে। তবে মিণ্টু মণ্ডল সেখান থেকে পালিয়ে যায়। আটক মিজানুর রহমানের হাতে থাকা একটি বড় প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য ফেনসিডিল হেফাজতে রাখার অপরাধে মিজানুর রহমান এবং পলাতক আসামি মিন্টু মণ্ডল মাদক ব্যবসায়ের সহায়তার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪(গ) /৪১ ধারায় তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়। এর আগে জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামি মিজানুর রহমানকে থানায় হস্তান্তর করা হয়।