ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

জীবননগরে ঈদুল আজহা উদ্‌যাপনে প্রস্তুতি সভা

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলায় সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ার‌ম্যান এবং পৌর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আজিজুর রহমান, উপজেলা মডেল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম আব্দুল্লাহ আল জুবায়ের, জীবননগর থানা দৌলৎগঞ্জ ঈদগাহ কমিটির আহ্বায়ক আতিয়ার রহমান ও সদস্যসচিব প্রভাষক আমিনুল ইসলাম তারেক। অনুষ্ঠানে উপজেলার ৯৬টি ঈদগাহ কমিটির মধ্যে ২৪টি ঈদগাহ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, প্রতি বছরের ন্যায় শান্তিপূর্ণভাবে ঈদ উদ্‌যাপন করতে সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি ঈদ উদ্যাপনকে ঘিরে মাদকের ব্যবহার, বেপরোয়া মোটরসাইকেল চালানো, আঁতশবাজি প্রতিরোধ, নির্দিষ্ট সময়ে ঈদের নামাজ শেষ করা, কোরবানির রক্ত ও বর্জ্য নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলা এবং বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ বছর জীবননগর পৌরসভায় ১০টি, মনোহরপুর ইউনিয়নে ৯টি, আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ২৩টি, সীমান্ত ইউনিয়নে ২০টি, হাসাদাহ ইউনিয়নে ১৭টি, কেডিকে ইউনিয়নে ৫টি, উথলী ইউনিয়নে ৯টি, বাঁকা ইউনিয়নে ১১টি ও রায়পুর ইউনিয়নে ১০টি ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ও দৌলৎগঞ্জ ঈদগাহ মাঠে ৭টা ৪৫ মিনিটে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ঈদুল আজহা উদ্‌যাপনে প্রস্তুতি সভা

আপলোড টাইম : ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

জীবননগর উপজেলায় সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ার‌ম্যান এবং পৌর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আজিজুর রহমান, উপজেলা মডেল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম আব্দুল্লাহ আল জুবায়ের, জীবননগর থানা দৌলৎগঞ্জ ঈদগাহ কমিটির আহ্বায়ক আতিয়ার রহমান ও সদস্যসচিব প্রভাষক আমিনুল ইসলাম তারেক। অনুষ্ঠানে উপজেলার ৯৬টি ঈদগাহ কমিটির মধ্যে ২৪টি ঈদগাহ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, প্রতি বছরের ন্যায় শান্তিপূর্ণভাবে ঈদ উদ্‌যাপন করতে সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি ঈদ উদ্যাপনকে ঘিরে মাদকের ব্যবহার, বেপরোয়া মোটরসাইকেল চালানো, আঁতশবাজি প্রতিরোধ, নির্দিষ্ট সময়ে ঈদের নামাজ শেষ করা, কোরবানির রক্ত ও বর্জ্য নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলা এবং বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ বছর জীবননগর পৌরসভায় ১০টি, মনোহরপুর ইউনিয়নে ৯টি, আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ২৩টি, সীমান্ত ইউনিয়নে ২০টি, হাসাদাহ ইউনিয়নে ১৭টি, কেডিকে ইউনিয়নে ৫টি, উথলী ইউনিয়নে ৯টি, বাঁকা ইউনিয়নে ১১টি ও রায়পুর ইউনিয়নে ১০টি ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ও দৌলৎগঞ্জ ঈদগাহ মাঠে ৭টা ৪৫ মিনিটে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।