ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে সবজির ট্রাকে ভারতীয় ফেনসিডিল, গ্রেপ্তার ২

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • / ৫৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ট্রাকভর্তি সবজির মধ্যে ফেনসিডিল পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক ও দৌলতদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল আহম্মেদ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাকভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল ঢাকায় পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই রোকনুজ্জামান, এসআই নিপু সাহা, সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। সেসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্যে থেকে আনুমানিক ২৮ লাখ টাকা মূল্যের ৪৪৮ বোতল ফেনসিডিল পাওয়ায় যায়। আটক করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসেল আহম্মেদকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে সবজির ট্রাকে ভারতীয় ফেনসিডিল, গ্রেপ্তার ২

আপলোড টাইম : ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

ঝিনাইদহে ট্রাকভর্তি সবজির মধ্যে ফেনসিডিল পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক ও দৌলতদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল আহম্মেদ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাকভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল ঢাকায় পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই রোকনুজ্জামান, এসআই নিপু সাহা, সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। সেসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্যে থেকে আনুমানিক ২৮ লাখ টাকা মূল্যের ৪৪৮ বোতল ফেনসিডিল পাওয়ায় যায়। আটক করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসেল আহম্মেদকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।