অব্যাহতভাবে শুভেচ্ছা জানানো হচ্ছে চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে
- আপলোড টাইম : ০৮:৩০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ২০৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদ গঠনের পর থেকে অব্যাহতভাবে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শুভেচ্ছা জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার দিনব্যাপী সশরীরে এবং মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি। এদিন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায় চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে শুভেচ্ছা জানান।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ‘চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। যৌথসভার মাধ্যমে সংগঠনটিতে চুয়াডাঙ্গার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে। সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক নির্বাচিত করা হয় সিনিয়র সাংবাদিক দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতাকে। সদস্যসচিব হন প্রবীণ সাংবাদিক অ্যাড. মানিক আকবর। যুগ্ম আহ্বায়ক হন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। এছাড়া তিন সদস্যের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক রাজীব হাসান কচি, তরুণ সাংবাদিক মাহফুজ মামুন ও জিসান আহমেদ। এ কমিটির আত্মপ্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন।