চুয়াডাঙ্গায় ছাত্রীদের ‘বাল্য বিবাহকে না বলুন’ শপথ বাক্য পাঠ করালেন ডিসি-এসপি
- আপলোড টাইম : ০৮:৩৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- / ১৫৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় দুটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ‘বাল্য বিবাহকে না বলুন’ শপথবাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জির চাকমা ও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং সকাল ১০টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। ‘আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো/একুশ পার হয়ে’ স্লোগানের জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ আয়োজন করে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ পৃথক দুটি অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।