দামুড়হুদা সীমান্তে দুটি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
- আপলোড টাইম : ১২:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / ৪৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মো. কাওছার (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিব। এসময় তার নিকট থেকে বিশেষ কৌশলে লুকানো দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গতকাল বেলা তিনটায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুতুবপুর গ্রামের ভেতর দিয়ে স্বর্ণ চোরাচালানের একটি গোপন তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপির সশস্ত্র বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ ও মুন্সিপুর বিওপির টহল কমান্ডার অভিযানের নেতৃত্ব দেন। এসময় সীমান্ত মেইন পিলার ৯৩/৩-আর হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাঁকা সড়ক দিয়ে একটি অটোরিকশাকে থামতে নির্দেশ করলে পালানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা রিকশা চালককে আটক করলে তার পরিহিত লুঙ্গির কোমরের ভাজে স্কসটেপে মোড়ানো অবস্থায় দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। হাবিলদার মুন্সি মুজিবর রহমান বাদী হয়ে মো. কাওছারের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা পূর্বক তাকে হস্তান্তর করে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জব্দকৃত দুটি স্বর্ণের বারের ওজন ২৩২ গ্রাম (১৯.৮৯ ভরি)। জব্দকৃত অটোরিকশা ও এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ লাখ টাকা। আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।