জীবননগর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত সকাল ৮টায়
- আপলোড টাইম : ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / ৭৫ বার পড়া হয়েছে
জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঈদগাহ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঈদগাহ কমিটির সভাপতি ও জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছনতা কার্যক্রম, সৌন্দর্য্যবর্ধন ও ঈদের জামাত নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জীবননগর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতের সময় নির্ধারণ করা সকাল ৮টায়।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাজী আব্দুল মজিদ। এসময় উপস্থিত ছিলেন জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ও জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুদো, মিনহাজ উদ্দিন, আবু সাঈদ মোহাম্মদ সাদ, শাহাজান সিরাজ, মুন্সি ওয়াহিদুজ্জামান খোকন, মমিন উদ্দিন, মাহবুব হেলাল বাবু, খোকন বিশ্বাস, আব্দুস সবুর, নূর মোহাম্মদ প্রমুখ।