ইপেপার । আজ বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

সৌদি আরবে স্ট্রোকে কার্পাসডাঙ্গার শহিদুলের মৃত্যু

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৮:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / ১০৬ বার পড়া হয়েছে

সৌদি আরবে অবস্থানকালে স্ট্রোকে প্রবাসী শহিদুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শহিদুল ইসলাম চুয়াডাঙ্গার দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের মৃত রজব আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারে সচ্ছলতা আনতে ৮ মাস পূর্ব স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে সৌদি আরবে পাড়ি জমান শহিদুল। সেখানে কর্মরত অবস্থায় গত ২০ মে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এসময় তাকে রিয়াদের আ. আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার দিবাগত রাত একটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শহিদুল। এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে পরিবার ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

You cannot copy content of this page

সৌদি আরবে স্ট্রোকে কার্পাসডাঙ্গার শহিদুলের মৃত্যু

আপলোড টাইম : ০৮:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

সৌদি আরবে অবস্থানকালে স্ট্রোকে প্রবাসী শহিদুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শহিদুল ইসলাম চুয়াডাঙ্গার দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের মৃত রজব আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারে সচ্ছলতা আনতে ৮ মাস পূর্ব স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে সৌদি আরবে পাড়ি জমান শহিদুল। সেখানে কর্মরত অবস্থায় গত ২০ মে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এসময় তাকে রিয়াদের আ. আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার দিবাগত রাত একটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শহিদুল। এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে পরিবার ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।