দামুড়হুদার রঘুনাথপুরে সড়কের ওপর গাছ ফেলে দুর্বৃত্তদের হানা
অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনতাই, আটক ১
- আপলোড টাইম : ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
দামুড়হুদায় রাস্তায় কলাগাছ ফেলে তিন ট্রাক চালকের নিকট থেকে ১ লাখ ৬৭ হাজার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামের বড়রাস্তা নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রাতেই ভুক্তভোগী ট্রাক চালকদের মধ্যে দেলোয়ার হোসেন নামের একজন দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পেয়ে গত শনিবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসুম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মাসুম কদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত দুইটার দিকে দামুড়হুদার পাটাচোরা ভৈরব নদের ওপর সুইস গেট তৈরির কাজে ব্যবহৃত পাথর আনলোড করা হয় ঢাকা-মেট্রো-ট- ১৮-৯০৯৪, ঝিনাইদহ-ট-১১-১৬২৯ ও ঢাকা মেট্রো-ত-২২-৩৭২৬ রেজিস্ট্রেশনের তিনটি গাড়ি থেকে। পরে ট্রাক তিনটির চালক বাচ্চু, শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন ফাঁকা গাড়ি পরিমাপ করতে লোকনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথে রঘুনাথপুরে পৌঁছালে রাস্তার ওপর কলাগাছ পড়ে থাকতে দেখেন। এসময় গাড়ি তিনটি সেখানে থামলে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে নিচে নামায়। এবং ট্রাক ড্রাইভার বাচ্চুর কাছে থাকা নগদ ৫৮ হাজার টাকা, শফিকুল ইসলামের নিকট থাকা ৬৭ হাজার টাকা ও দেলোয়ার নিকট থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই ট্রাক চালক দেলোয়ার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান উপজেলার কদিপুর গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসুমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। জিজ্ঞাসাবাদের পর মাসুমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে এবং অপর দুইজনের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, মাসুম নামের একজনকে আটক করা হয়েছে। তার রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। ঘটনায় সঙ্গ আরো যারা জড়িত আছে, তাদের আটক করার জন্য অভিযান অব্যহত রয়েছে।