আলমডাঙ্গায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় আনুষ্ঠানিক উদ্বোধনে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের করা শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা খাদ্য গুদাম অফিস সংলগ্ন খাদ্য গুদামে এ সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যে উপজেলা খাদ্য বিভাগ এ সংগ্রহ কার্যক্রমের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, খাদ্য কর্মকর্তা আব্দুল আলিম, মিল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মিল মালিক মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ প্রমুখ। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, এবার সরকাররিভাবে ৩২ টাকা কেজি দরে ১১ হাজার ১২০ মেট্রিক টন অভ্যন্তীরণ বোরো ধান অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। ৪৫ টাকা কেজি দরে ১ হাজার ৭১ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।