ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা

বিএসএফের গুলিতে যুবক আহত

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৪:১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মটিলা সীমান্তে ফরহাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নেয়া হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফরহাদ হোসেন জুলুলী গ্রামের ফরজ আলীর ছেলে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মুনীরা জানিয়েছেন তিনি অসমর্থিত সূত্রে এ তথ্য জেনেছেন।
সীমান্তের সূত্রগুলো বলছে, গত রোববার রাতে ফরহাদ মাটিলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি চালায়। এতে ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা বিষয়টি কাউকে না জানিয়ে গোপনে ফরহাদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ফরহাদের এক স্বজন জানান, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মাটিলা সীমান্তে ফরহাদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে গতকাল সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফরহাদের শরীরে একটি গুলিবিদ্ধ অবস্থায় ছিলো।
এ বিষয়ে মহেশপুর উপজেলার যাদবপুর ইউপি চেয়ারম্যান সালঅহ উদ্দীন জানান, ফরহাদ জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জুলুলী গ্রামে বসবাস করেন। শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, রোববার রাতে ফরহাদ নামের এক ব্যক্তি ভর্তি হন। তার পরিবার বলছিলেন মারামারির ঘটনায় তিনি আহত হয়েছেন হয়েছেন। গুলির কথা তারা বলেননি।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাত রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মুনীরা বলেন, অসমর্থিত একটি সূত্রে এমন একটি ঘটনা সম্পর্কে জেনেছি। তবে বিজিবি বা স্থানীয় চেয়ারম্যান লিখিতভাবে বলেননি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, ফরহাদ নামে এক যুবক ভারতে অনুপ্রবেশের করেছিলেন। বিএফএফের গুলিতে তিনি আহত হয়েছেন বলে জেনেছি। তবে মাটিলা সীমান্তে নাকি যশোর চৌগাছা সীমান্তে ঘটনাটি ঘটেছে এটা নিশ্চিত নয়। বিজিবি বলতে পারবে বিষয়টি।
এদিকে, ঝিনাইদহের মহেশপুর -৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সব মুঠোফেন বন্ধ পাওয়া যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা

বিএসএফের গুলিতে যুবক আহত

আপলোড টাইম : ০৪:১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মটিলা সীমান্তে ফরহাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নেয়া হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফরহাদ হোসেন জুলুলী গ্রামের ফরজ আলীর ছেলে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মুনীরা জানিয়েছেন তিনি অসমর্থিত সূত্রে এ তথ্য জেনেছেন।
সীমান্তের সূত্রগুলো বলছে, গত রোববার রাতে ফরহাদ মাটিলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি চালায়। এতে ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা বিষয়টি কাউকে না জানিয়ে গোপনে ফরহাদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ফরহাদের এক স্বজন জানান, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মাটিলা সীমান্তে ফরহাদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে গতকাল সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফরহাদের শরীরে একটি গুলিবিদ্ধ অবস্থায় ছিলো।
এ বিষয়ে মহেশপুর উপজেলার যাদবপুর ইউপি চেয়ারম্যান সালঅহ উদ্দীন জানান, ফরহাদ জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জুলুলী গ্রামে বসবাস করেন। শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, রোববার রাতে ফরহাদ নামের এক ব্যক্তি ভর্তি হন। তার পরিবার বলছিলেন মারামারির ঘটনায় তিনি আহত হয়েছেন হয়েছেন। গুলির কথা তারা বলেননি।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাত রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মুনীরা বলেন, অসমর্থিত একটি সূত্রে এমন একটি ঘটনা সম্পর্কে জেনেছি। তবে বিজিবি বা স্থানীয় চেয়ারম্যান লিখিতভাবে বলেননি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, ফরহাদ নামে এক যুবক ভারতে অনুপ্রবেশের করেছিলেন। বিএফএফের গুলিতে তিনি আহত হয়েছেন বলে জেনেছি। তবে মাটিলা সীমান্তে নাকি যশোর চৌগাছা সীমান্তে ঘটনাটি ঘটেছে এটা নিশ্চিত নয়। বিজিবি বলতে পারবে বিষয়টি।
এদিকে, ঝিনাইদহের মহেশপুর -৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সব মুঠোফেন বন্ধ পাওয়া যায়।