ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

তালাক দেয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৮:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ৬২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় তালাকা দেয়ায় স্বামী বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী আরজিনা খাতুন চাঁদনী। গতকাল শনিবার সন্ধ্যায় স্বামীর বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন ও একাধিক নারীর প্রতি আসক্তির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিকার দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আরজিনা খাতুন চাঁদনী বলেন, ‘আমি জীবননগরের মনোহরপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। ২০১০ সালে আলমডাঙ্গার ডাউকি গ্রামের মতিয়ার রহমানের ছেলে হাসিবুল ইসলামের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের তিন বছর পর আমাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার বয়স এখন ১০ বছর।’

তিনি বলেন, ‘সন্তান হওয়ার পর থেকেই স্বামী হাসিবুল আমার পিতার বাড়ি থেকে টাকা নিয়ে আনার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। আমার স্বামী নিজে পীর সেজে বাড়িতে আস্তানা গড়ে তোলে। সেই আস্তানায় বিভিন্ন নারীরা আসতে থাকে।

আলমডাঙ্গা মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী হোসনে আরা হাসু আমার স্বামীর সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সেই আস্তানায় আসা শুরু করেন। এক পর্যায়ে তারা স্বামী-স্ত্রীর মতো মেলামেশা শুরু করেন। এতে আমি আপত্তি করলে আমাকে নির্যাতন করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর হাসিবুল আমাকে তালাকনামা পাঠায়। আমি আমার সন্তানের সুরক্ষায় হাসিবুুলকে আসামি করে বিজ্ঞ জীবননগর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করি। সংবাদ সম্মেলনে আরজিনা খাতুন চাঁদনী হাসিবুলের শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তালাক দেয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৮:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

আলমডাঙ্গায় তালাকা দেয়ায় স্বামী বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী আরজিনা খাতুন চাঁদনী। গতকাল শনিবার সন্ধ্যায় স্বামীর বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন ও একাধিক নারীর প্রতি আসক্তির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিকার দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আরজিনা খাতুন চাঁদনী বলেন, ‘আমি জীবননগরের মনোহরপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। ২০১০ সালে আলমডাঙ্গার ডাউকি গ্রামের মতিয়ার রহমানের ছেলে হাসিবুল ইসলামের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের তিন বছর পর আমাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার বয়স এখন ১০ বছর।’

তিনি বলেন, ‘সন্তান হওয়ার পর থেকেই স্বামী হাসিবুল আমার পিতার বাড়ি থেকে টাকা নিয়ে আনার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। আমার স্বামী নিজে পীর সেজে বাড়িতে আস্তানা গড়ে তোলে। সেই আস্তানায় বিভিন্ন নারীরা আসতে থাকে।

আলমডাঙ্গা মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী হোসনে আরা হাসু আমার স্বামীর সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সেই আস্তানায় আসা শুরু করেন। এক পর্যায়ে তারা স্বামী-স্ত্রীর মতো মেলামেশা শুরু করেন। এতে আমি আপত্তি করলে আমাকে নির্যাতন করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর হাসিবুল আমাকে তালাকনামা পাঠায়। আমি আমার সন্তানের সুরক্ষায় হাসিবুুলকে আসামি করে বিজ্ঞ জীবননগর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করি। সংবাদ সম্মেলনে আরজিনা খাতুন চাঁদনী হাসিবুলের শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।