ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

কালীগঞ্জে আনারের লাশের অপেক্ষায় স্বজন ও নেতা-কর্মীরা, মানববন্ধন

এমপি কন্যা ডরিন চাইলেন পিতৃহত্যার বিচার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৬:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / ৯৯ বার পড়া হয়েছে

স্বজন ও নেতা-কর্মীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা। শোকার্ত পরিবেশ। মাঝে মাঝে কান্নার আওয়াজ ভেসে আসছে কানে। কেউ বা ডুকরে ডুকরে অঝোরে কেঁদে চলেছেন। এমন দৃশ্য দেখা গেছে গতকাল শুক্রবার কালীগঞ্জ শহরের মধুগঞ্জে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের বাড়ির সামনে। প্রতিদিন মরদেহের অপেক্ষায় ভিড় জমাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও লাশের হদিস না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে।

এদিকে, গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ পৌঁছেছেন তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি নিজ বাসভবনে ফিরে প্রথম দলীয় নেতা-কর্মীদের সম্মুখে আসেন এবং প্রতিবাদ ও শোক সভায় অংশ নেন। এসময় মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার আস্থা আছে। তিনি পিতা হত্যার সুষ্ঠু বিচার পাবেন বলে আশা করেন। তিনি বলেন, ‘আমার পিতাকে খুব কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। এমন নৃশংস ও ভয়াবহ ঘটনা পৃথিবীতে আর ঘটেনি।’

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী বলেন, ‘মোটরসাইকেলে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতেন। তার মতো এমপি আমরা হয়ত আর পাবো না। এমপি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করে দেশে আনা হোক। তার কাছ থেকে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে আমি বিশ^াস করি। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিসহ এমপির মৃতদেহ খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

কালীগঞ্জ পৌর কাউন্সিলর সামছুন্নাহার বীনা বলেন, ‘আমরা এমন এমপি আর পাবো না। তার জনপ্রিয়তা সবার ওপরে। মানুষের কথা চিন্তা করে সে একটা দিনও শান্তির সাথে ঘুমাতে পারেনি। সেই মানুষকে এমন নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা এটা দেখতে চাই।’

স্থানীয় সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওদুদ বলেন, ‘তার দেহটা শুনছি ছিন্ন ভিন্ন করা হয়েছে। সেই ছিন্ন ভিন্ন দেহের যেকোনো একটা অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই। সেটাকেই আমরা লাশ মনে করে আমরা জানাজা করব এবং পারিবারিক গোরস্থানে দাফন করব, এটাই আমাদের দাবি।’

কালীগঞ্জ থানা শ্রমিক লীগের সভাপতি গোলাম রসুল বলেন, ‘এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন। তাকে গ্রেপ্তার করে যদি দেশে আনা যায়, তাহলে কেন এমপিকে হত্যা করা হলো, কারা কারা জড়িত, সবকিছুই পরিষ্কার হয়ে যাবে বলে আমি মনে করি।’ এদিকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালীগঞ্জে মানববন্ধন করা হয়।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে কালীগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এতে সংসদ সদস্যর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানীসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা, কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সাথে জড়িত সকলের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া এমপি আনারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ১২ মে কলকাতায় চিকিৎসার জন্য যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ১৩ মে তাকে কৌশলে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যারকারীদের মধ্যে ৩ জন আটক থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে আনারের লাশের অপেক্ষায় স্বজন ও নেতা-কর্মীরা, মানববন্ধন

এমপি কন্যা ডরিন চাইলেন পিতৃহত্যার বিচার

আপলোড টাইম : ০৬:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

স্বজন ও নেতা-কর্মীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা। শোকার্ত পরিবেশ। মাঝে মাঝে কান্নার আওয়াজ ভেসে আসছে কানে। কেউ বা ডুকরে ডুকরে অঝোরে কেঁদে চলেছেন। এমন দৃশ্য দেখা গেছে গতকাল শুক্রবার কালীগঞ্জ শহরের মধুগঞ্জে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের বাড়ির সামনে। প্রতিদিন মরদেহের অপেক্ষায় ভিড় জমাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও লাশের হদিস না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে।

এদিকে, গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ পৌঁছেছেন তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি নিজ বাসভবনে ফিরে প্রথম দলীয় নেতা-কর্মীদের সম্মুখে আসেন এবং প্রতিবাদ ও শোক সভায় অংশ নেন। এসময় মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার আস্থা আছে। তিনি পিতা হত্যার সুষ্ঠু বিচার পাবেন বলে আশা করেন। তিনি বলেন, ‘আমার পিতাকে খুব কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। এমন নৃশংস ও ভয়াবহ ঘটনা পৃথিবীতে আর ঘটেনি।’

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী বলেন, ‘মোটরসাইকেলে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতেন। তার মতো এমপি আমরা হয়ত আর পাবো না। এমপি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করে দেশে আনা হোক। তার কাছ থেকে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে আমি বিশ^াস করি। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিসহ এমপির মৃতদেহ খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

কালীগঞ্জ পৌর কাউন্সিলর সামছুন্নাহার বীনা বলেন, ‘আমরা এমন এমপি আর পাবো না। তার জনপ্রিয়তা সবার ওপরে। মানুষের কথা চিন্তা করে সে একটা দিনও শান্তির সাথে ঘুমাতে পারেনি। সেই মানুষকে এমন নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা এটা দেখতে চাই।’

স্থানীয় সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওদুদ বলেন, ‘তার দেহটা শুনছি ছিন্ন ভিন্ন করা হয়েছে। সেই ছিন্ন ভিন্ন দেহের যেকোনো একটা অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই। সেটাকেই আমরা লাশ মনে করে আমরা জানাজা করব এবং পারিবারিক গোরস্থানে দাফন করব, এটাই আমাদের দাবি।’

কালীগঞ্জ থানা শ্রমিক লীগের সভাপতি গোলাম রসুল বলেন, ‘এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন। তাকে গ্রেপ্তার করে যদি দেশে আনা যায়, তাহলে কেন এমপিকে হত্যা করা হলো, কারা কারা জড়িত, সবকিছুই পরিষ্কার হয়ে যাবে বলে আমি মনে করি।’ এদিকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালীগঞ্জে মানববন্ধন করা হয়।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে কালীগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এতে সংসদ সদস্যর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানীসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা, কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সাথে জড়িত সকলের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া এমপি আনারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ১২ মে কলকাতায় চিকিৎসার জন্য যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ১৩ মে তাকে কৌশলে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যারকারীদের মধ্যে ৩ জন আটক থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন।