শিরোনাম:
জীবননগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
জীবননগর অফিস:
- আপলোড টাইম : ০৪:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / ১৩১ বার পড়া হয়েছে
জীবননগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো শাখারিয়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে তাবাসুম (৬) এবং রাজুর মেয়ে রিতু খাতুন (৫)। দুজন আপন চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে শাখারিয়া গ্রামের নিজামুদ্দিনের খননকৃত নতুন পুকুরের পানিতে গোসল করতে যায়। এরপর থেকে তাদের দুজনের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে দুই বোনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বিষয়টা নিশ্চিত করেন। এদিকে একই পরিবারে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগ :