বাঁচতে চায় ক্যানসারে আক্রান্ত ফুরকি বেগম
- আপলোড টাইম : ০৮:২১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ৯৩ বার পড়া হয়েছে
জীবন যুদ্ধে বাঁচতে চায় ক্যানসারে আক্রান্ত ফুরকি বেগম (৫০)। হতদরিদ্র পরিবার থেকে এখন আর তাকে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। অথচ তার জরুরি চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতার হাত বাড়ানোর আকুতি জানিয়েছেন হতদরিদ্র অসহায় পরিবারটি। ফুরকি বেগম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী শেখ পাড়ার দিনমজুর আলাল হোসেনের স্ত্রী।
ফুরকি বেগমের স্বামী আলাল হোসেন বলেন, ‘আমার স্ত্রী (ফুরকি বেগম) ক্যানসারে আক্রান্ত হয়ে এক বছর যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিজেদের জমি-জমা যা ছিল, তা বিক্রি করে তার চিকিৎসায় খরচ করেছি। এখন ভিটেমাটি ছাড়া আমার আর কিছুই নেই। রিকশা চালিয়ে এখন আর চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছি না। চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার এ ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। পরিবারের সদস্য এবং স্বজনরা আমার স্ত্রীকে বাঁচানোর জন্য ধার-দেনা করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে স্ত্রীর চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য প্রার্থী।’
হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. এনামুল হক নিলু বলেন, ‘ফুরকি বেগমের অসুস্থতার ব্যাপারে আমাকে কেউ জানাননি। আমার জানামতে পরিবারটি খুবই অসহায়। আমার সাধ্যমতো চেষ্টা থাকবে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার খোঁজখবর নেওয়া হবে।’ অসুস্থ ফুরকি বেগমের পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য এখন অনেক টাকার প্রয়োজন। সহযোগিতা পাঠানোর ঠিকানা ০১৭৭৬-৪১৪৫০৪ বিকাশ (ব্যক্তিগত) কেয়া খাতুন।