ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:১৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / ৭১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জাফরপুরে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শান্ত আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জাফরপুর মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরোহী রায়হান আলী (১৯)। নিহত শান্ত আলী সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বকুল আলীর ছেলে ও আহত রায়হান আলী একই গ্রামের বাবুলের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ জানায়, গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে শান্ত আলী ও রায়হান আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্ত আলীকে মৃত ঘোষণা করেন। আর রায়হান আলীকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সকালে সড়ক দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এর মধ্যে শান্ত আলী নামের একজনকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পেয়েছি। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরমর্শ দেয়া হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় শান্ত আলী নামের এক যুবক নিহত হন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে যুবকের মৃত্যু

আপলোড টাইম : ০৮:১৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

চুয়াডাঙ্গার জাফরপুরে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শান্ত আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জাফরপুর মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরোহী রায়হান আলী (১৯)। নিহত শান্ত আলী সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বকুল আলীর ছেলে ও আহত রায়হান আলী একই গ্রামের বাবুলের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ জানায়, গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে শান্ত আলী ও রায়হান আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্ত আলীকে মৃত ঘোষণা করেন। আর রায়হান আলীকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সকালে সড়ক দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এর মধ্যে শান্ত আলী নামের একজনকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পেয়েছি। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরমর্শ দেয়া হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় শান্ত আলী নামের এক যুবক নিহত হন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।