হরিণাকুণ্ডুতে টিপু মল্লিক, শৈলকুপায় এগিয়ে মন্নু
- আপলোড টাইম : ১১:২৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ১৫২ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম টিপু মল্লিক। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাজেদুল ইসলাম ঈসা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর ও বিজয়ী প্রার্থীদের এজেন্ট সূত্রে এ খবর জানা গেছে।
এদিকে, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তফা আরিফ রেজা মন্নু ভোট গণনায় এগিয়ে ছিলেন। উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শাকিল আহম্মেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা খাতুন এগিয়ে ছিলেন। উল্লেখ্য, শৈলকুপার একটি কেন্দ্রে সাবেক ছাত্রলীগ সভাপতি ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহম্মেদের তালাচাবি প্রতীকে ঢালাও সিল মারার ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়।